বিনোদন ডেস্ক : জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব তার ক্যারিয়ারের ২৬তম একক অ্যালবাম এর কাজ শুরু করেছেন। গত ১১ মে এ অ্যালবামের দুটি গানের রেকর্ড হয়েছে।

আর এ অ্যালবামে কাজের সাথে সাথে তিনি সঙ্গীত জীবনের ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছেন।

রেকর্ডকৃত গানদুটোর কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী এবং সঙ্গীত পরিচালনা করেছেন জেকে।

শুভ্রদেব বলেন, 'এটি আমার ক্যারিয়ারের ২৬তম একক অ্যালবাম। সঙ্গীত জীবনের ৩০ বছর পূর্ণ করতে যাওয়ার পাশাপাশি সবমিলে এবারের আয়োজনটি বেশ জমকালোই হবে।'

উল্লেখ্য, ১৯৮৪ সালে শুভ্রদেবের প্রথম একক অ্যালবাম 'হ্যামিলনের বাঁশিওয়ালা' প্রকাশিত হয়। আর সর্বশেষ ২০১০ সালে এটিএন মিউজিকের ব্যানারে বাজারে আসে তার ২৫তম একক অ্যালবাম 'দিও না পরানে যাতনা'।

(ওএস/এস/মে ১৩, ২০১৪)