নওগাঁ প্রতিনিধি :  মৃত সন্তান প্রসবের পর এবার অর্থাভাবে নওগাঁর অগ্নিদগ্ধ সেই গৃহবধূ মুনিরা আক্তার (২০) দরিদ্র পিতার বাড়িতেই বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট তাকে ঢাকায় রেফার্ড করলেও শুধু অর্থের অভাবে তাকে পিতার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার সর্মইল গ্রামের অসহায় পরিবারের ১০ মাসের অন্তঃস্বত্বা গৃহবধূ মুনিরা আক্তার (২০) সন্তান প্রসবের জন্য বেশ কিছুদিন পূর্বে মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামে তার পিতা মোছাদ্দেক হোসেনের বাড়িতে আসে। প্রতিবেশিরা জানায়, রান্না করতে গিয়ে আগুনে মুনিরার শরীরের প্রায় ৯০ ভাগ অংশ পুড়ে দগ্ধ হয়ে গেছে। তাকে উদ্ধার করে ওইদিনই গ্রামের কয়েক জন যুবক রাজশাহী মেডিক্যালে ভর্তি করে দেয়। রবিবার সকালে সেখানে অগ্নিদগ্ধ মুনিরা একটি মৃত পুত্র সন্তান প্রসব করে। অপরদিকে চিকিৎসকরা তাকে রেফার্ড করলেও শুধু অর্থ যোগাতে না পারায় রবিবার রাতেই মুনিরাকে দরিদ্র পিতা মোছাদ্দেক আলীর বাড়িতে রেখে স্থানিয় কবিরাজি চিকিৎসা করানো হচ্ছে। পিতার বাড়িতে মশারীর ভেতরে এক প্রকার নিথর দেহ নিয়ে মৃত্যুর প্রহর গুনছে দরিদ্র পরিবারের গৃহবধূ মুনিরা আক্তার।

(বিএম/পিবি/ এপ্রিল ১৩,২০১৫)