নিউজ ডেস্ক : সাহিত্যে নোবেলজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাস আর নেই। জার্মানির লুইবেক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। সোমবার তার পরিবার এ তথ্য জানায়।

১৯২৭ সালে জার্মানির তৎকালীন মুক্তশহর ড্যানজিগে জন্মগ্রণ করেন এই কালজয়ী সাহিত্যিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনীতে কাজ করেন তিনি।

নাৎসিবিরোধী উপন্যাস ‘দ্য টিন ড্রাম’ প্রকাশ করেন ১৯৫৯ সালে। এর ৪০ বছর পর ১৯৯৯ সালে তিনি ওই উপন্যাসের জন্য সাহিত্যে নোবেল পান।

তিনি দুই জার্মানির একত্রীকরণের বিরোধী ছিলেন। ১৯৮৬ ও ২০০১ সালে তিনি ঢাকায় আসেন। বাংলাদেশের তিনি ছিলেন অকৃত্রিম বন্ধু।

(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০১৫)