মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঠ পোড়ানোর অভিযোগে ৭ ইটভাটাকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী পরিচালক সাঈদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এসময় কাঠ পোড়ানোর অভিযোগে মাদারীপুর সদরের অগ্রণী ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা, এমআরবিকে ৫০ হাজার টাকা, কেএইচবিকে ৩০ হাজার টাকা, এইচইআরকে ৭০ হাজার টাকা, নাবিল ব্রীক ফিল্ডকে ৫০ হাজার টাকা, কুলপদ্বীর কেএইচবিকে ৮০ হাজার টাকা, কালকিনি উপজেলার বিএমএন ব্রীক ফিল্ডকে ৫০ হাজার টাকাসহ ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাঈদ আনোয়ার জানান, পরিবেশ রক্ষার কথা চিন্তা করে এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।

(এএসএ/এএস/এপ্রিল ১৩, ২০১৫)