বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়ায় ভৈরব নদী থেকে সোমবার সকালে ইয়াকুব আলী (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বারুইপাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই বিশ্বজিত জানান, বাগদিয়া এলাকার বেলায়েত সরদারের ছেলে ইয়াকুব আলীর লাশ সকালে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী বলছে, ইয়াকুব এলাকার চিহ্নিত মাদক সেবী। লাশ উদ্ধারের দুইদিন আগে সে নিখোঁজ হয়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে মাতাল অবস্থায় নদীতে পড়ে বেহুতি জালে আটকে সে মারা যেতে পারে।

(একে/এএস/এপ্রিল ১৩, ২০১৫)