স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব অল হাসানকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফলে স্বাভাবিকভাবেই কিছুটা বিপাকে কেকেআর। পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় দেশে ফিরে আসতে হয়েছে সাকিবকে।

সাকিবের অভাব যে টের পাবে দল তা স্বীকার করে নিয়েছেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরও। সুনীল নারিনেরও ফর্ম একটু কমে গেছে। তাই চিন্তায় `গম্ভীর` এই নাইট অধিনায়ক।

এ দিকে আইপিএলের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ঘরের মাঠে হেরেছে কেকেআর। কিন্তু তা নিয়ে হাহুতাশ করতে রাজি নন গৌতম গম্ভীর। তার আশা পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল। এমনকি নির্বাসন কাটিয়ে আসা দলের নির্ভরযোগ্য স্পিনার সুনীল নারিনের উপরও আস্থা রাখছেন নাইট অধিনায়ক।

আইপিএলে ভালো ফর্মে গম্ভীর। দুটি ম্যাচেই রান পেয়েছেন। কিন্তু জাতীয় দলে নিজের কামব্যাকের বিষয়ে কিছুটা নির্লিপ্তই রয়েছেন গম্ভীর। ঠিক তেমনই ভারতীয় দলের কোচ দেশি না বিদেশি হওয়া উচিত তা নিয়েও মন্তব্য করতে নারাজ নাইট রাইডার্স অধিনায়ক। পুরোটাই ভারতীয় বোর্ডের ব্যাপার বলে এড়িয়ে গেলেন।

(ওএস/এএস/এপ্রিল ১৫, ২০১৫)