নিউজ ডেস্ক : সম্প্রতি পদোন্নতি পাওয়া নতুন ৫ মহাব্যবস্থাপক জনতা ব্যাংকে যোগ দিয়েছেন।

পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. মোসাদ্দেক-উল-আলম, মাহমুদুল হক, মো. জয়েন উদ্দিন মিয়া, সালেকুজ্জামান ও মো. মশিউর রহমান।

১৯৮৫ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মোসাদ্দেক-উল-আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

মোসাদ্দেক-উল-আলম এর জন্ম ১৯৬২ সালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়।

মাহমুদুল হক ১৯৮৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

মুক্তিযোদ্ধা মাহমুদুল হকের জন্ম ১৯৫৭ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বগাচতর গ্রামে।

জয়েন উদ্দিন মিয়া ১৯৮০ সালে জনতা ব্যাংকে শিক্ষানবিস অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৫৪ সালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চাকির তালুক গ্রামে জন্মগ্রহণ করেন জয়েন উদ্দিন। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্র নেন তিনি।

১৯৭৩ সালে জনতা ব্যাংকে যোগদান করেন সালেকুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৫৫ সালে নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন সালেকুজ্জামান। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।

জনতা ব্যাংকে অফিসার হিসেবে ১৯৮৬ সালে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মশিউর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৫৮ সালে মাগুরা সদরের ভাবনহাতী গ্রামে জন্মগ্রহণ করেন মশিউর রহমান।

(ওএস/এস/মে ১৩, ২০১৪)