আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে গাড়িবোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বোমা হামলার সময় স্থানীয় শিয়ারা হযরত মোহাম্মদ (সঃ) এর চাচাত ভাই হযরত ঈমাম আলির জন্মদিন পালন করছিলো।

তিনি জানান, সাদর শহরের কাছে ওই গাড়িবোমা হামলায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়। এছাড়া অন্য একটি হামলায় দুইজন এবং সাতজন আহত হয়।

এ হামলার পরপরই বাগদাদের জামিলিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে পরপর তিনটি বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলাগুলোতে একজন ট্রাফিক পুলিশসহ ১১ জন নিহত হয় এবং আহত হয় অন্তত ২৮ জন।

ইরাকের বর্তমান এ অশান্ত পরিস্থিতি মোকাবিলা করাই দেশটির সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে, ২০১৩ সালে ইরাকে বিভিন্ন হামলায় ৮,৬৮৮ জন মারা গেছে যা ২০০৭-৮ সালের তুলনায় অনেক বেশি।

(ওএস/এস/মে ১৩, ২০১৪)