স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া যাদেরই সমর্থন দেবেন, তারাই নতুন জঙ্গি ও আগুন সন্ত্রাসী হিসেবে ভয়াবহ বিপদ ডেকে আনবে। এদের হাত থেকে জনগণকে রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার সকালে রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, চোর-ডাকাত, বখাটে-মাস্তানদের উৎপাতের সাথে সম্প্রতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীরা ভয়ংকর উৎপাত হিসেবে দেখা দেয়ায় গ্রামপুলিশ সদস্যদের বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে গ্রামপুলিশ বাহিনীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার গ্রাম-দরদী ও গরীব দরদী সরকার। এ কারণেই সরকার গ্রামপুলিশের বেতন-ভাতা বৃদ্ধি করেছে এবং তাদের জন্য ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা করছে।

একই সাথে গ্রামপুলিশ বাহিনীকে সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেন, বিপদ এখনও কাটেনি। নির্বাচনের ছলে খালেদা জিয়া দম ফেলার সুযোগ নিচ্ছেন, কিন্তু জঙ্গি মনোভাব পরিত্যাগ করেননি। সে কারণেই আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের ভয়ংকর উৎপাত থেকে গ্রামবাসীদের নিরাপত্তায় গ্রামপুলিশদের সদাসতর্ক থাকতে হবে।

জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও সংসদ সদস্য শিরিন আখতার গ্রাম পুলিশদের জনগুরুত্বপূর্ণ কাজের যথাযথ সম্মান ও সম্মানী নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। জাসদ নেতা শওকত রায়হান, সাইফুজ্জামান বাদশা, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সামছুল ইসলাম সুমন এ সময় উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/এপ্রিল ১৫, ২০১৫)