কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে মাছধরা ট্রলারসহ ২৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

অপহৃত ট্রলার থেকে সাগরে লাফ দিয়ে পালিয়ে আসা বাদশা নামে এক জেলে জানান, এফ ভি জয়নাল নামে একটি ট্রলারে করে তিনিসহ ৩০ জন মাঝি-মাল্লা বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে মাছ ধরছিলেন। ভোরে দস্যুরা এসে তাদের ট্রলারে হানা দেয়। এসময় তারা মাঝিকে সাগরে ফেলে দিয়ে ২৮ জেলেকে ট্রলারে বরফ রাখার স্থানে রেখে কাঠ দিয়ে ঢেকে দেয়। এসময় তিনি (বাদশা) কৌশলে সাগরে লাফ দিয়ে সাঁতরে কূলে আসেন।

মাঝিও তীরে উঠতে পেরেছেন বলে জানান তিনি।

বাদশার কাছে খবর পেয়ে কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান অপহরণের বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদকে জানিয়েছেন।

এ ব্যাপারে কোস্টগার্ড ও পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ।

(ওএস/পিবি/ এপ্রিল ১৬, ২০১৫)