চট্টগ্রাম প্রতিনিধি  : নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রামকে সত্যিকারের নান্দনিক শহরে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার সকাল ১০টায় হয়রত মিসকিন শাহ (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন আ জ ম নাছির। এরপর চকবাজার, গণি বেকারী এলাকা, সিরাজ উদ দৌলাহ সড়ক, কাপাসগোলা এলাকায় গণসংযোগ করেন তিনি। এরমধ্যে নগরীর চকবাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি ঘোষণা করেন।

আ জ ম নাছির বলেন, প্রাচ্যের রাণী হিসেবে পরিচিত বন্দরনগরী চট্টগ্রামের আছে ভূ-প্রাকৃতিক সম্পদ। আছে নদী, সমুদ্র ও বিশাল পাহাড়। কিন্তু গত পাঁচ বছর একমাত্র সদিচ্ছার অভাবে চট্টগ্রাম নোংরা নগরীতে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন যাত্রায় যখন দেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই চট্টগ্রাম চলছে উল্টো পথে। তাই এখন সময় এসেছে চট্টগ্রামের কাঙ্খিত উন্নয়নের। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে সকলকে হাতি প্রতীকে ভোট দিতে হবে।’

নাছির বলেন, ‘শিক্ষাসহ নগরবাসীর সুযোগ সুবিধাগুলো পূরণ করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। কিন্তু মহিউদ্দিন ভাইয়ের আমলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান তৈরী হয়েছিল সেগুলোই এখনো সম্বল। নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেননি মনজুর সাহেব। এছাড়া চট্টগ্রামের শিল্প এলাকাগুলোও উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। আমি এ অবস্থার পরিবর্তন ঘটাতে চাই, আমি চাই উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে আধুনিক ও মানসম্মত শহর করতে। আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমাকে একবার ভোট দিয়ে দেখুন, আমি উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামের চেহারাকে পরিবর্তন করে দেব। ’

গণসংযোগকালে নাছিরের সঙ্গে উপস্থিত আছেন-আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম বিএসসি, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

(ওএস/পিবি/ এপ্রিল ১৬,২০১৫)