ঝালকাঠি প্রতিনিধি  : ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন দেড় মাস আইনী লড়াই চালিয়ে অবশেষ পৌরসভার মেয়র পদের দায়িত্ব নিয়েছেন বুধবার । ৭টি মামলা ও বহু অভিযোগ থেকে জামিন নিয়ে সর্বশেষ শিল্প মন্ত্রী আমির হোসেন আমুর নির্দেশে তিনি পৌরসভায় এসেছেন।

জানা গেছে, গত ২ মার্চ একটি চাঁদাবাজীর মামলায় ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে মেয়র আফজাল হোসেন কে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। এরপরেই তার বিরুদ্ধে আরো একটি বিস্ফোরক মামলা দায়ের করলে দুই মামলায় ২১ দিন জেলহাজতে বাস করে। গত ২৩ মার্চ জামিনে জেল থেকে বেড় হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন জানালে ৩০ মার্চ তার বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, অপহরন, গুলিবর্ষন, ঘুষগ্রহন ও সন্ত্রাসী ঘটনায় আরো ২টি মামলা রেকর্ড হয়। ফলে জামিন পাওয়ার পরেও গত ২২দিন তিনি গ্রেপ্তার আতংকে মেয়র ক্ষমতায় বসতে পারেনি।
গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকায় অবস্থান নিয়ে হাইকোর্ট ও মন্ত্রণালয়ে আইনী লড়াই করছেন। সর্বশেষ দুটি বিস্ফোরক মামলায় ৪ সপ্তাহের জামিন নিয়ে বুধবার সকালে ঝালকাঠি আসেন।
এ ব্যাপারে মেয়র আফজাল হোসেন তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, একটি মামলা সংক্রান্ত ব্যাপারে আমাকে মন্ত্রনালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আমি উক্ত মামলায় জামিন নিয়ে মন্ত্রনালয়ে আবেদন জানালে উক্ত আদেশ প্রত্যাহার করা হয়। মাননীয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নির্দেশে ঝালকাঠি পৌরসভায় সাবেক অবস্থা ফিরে আসছে।

(এএম/পিবি/ এপ্রিল ১৬,২০১৫)