স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মো. সাঈদ খোকন সুন্দর মহানগরী গড়তে ইলিশ প্রতীকে ভোট চাইলেন ।

বৃহস্পতিবার দুপুরে ১২টায় যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে (৫১ নং ওয়ার্ড) পথসভায় যোগ দেন।

সাঈদ খোকন বলেন, বিএনপির প্রার্থী মেয়র নির্বাচিত হলে হরতাল-অবরোধের মতো বিভৎস চিত্র নগরবাসীকে দেখতে হবে। শান্তিতে বসবাস করা যাবে না। শান্তিতে বসবাস করতে হলে ইলিশ প্রতীকে ভোট দিন। আমি নির্বাচিত হলে একটি সুন্দর মহানগরী গড়তে সক্ষম হবো।

তিনি বলেন, ক্ষমতায় কে গেল, না গেল পরের কথা। আগে তো বাঁচতে হবে! বিএনপি হটাতে চাই। তাদের প্রার্থী জয়ী হলে সারাদেশে আবারও মৌলবাদ শুরু হবে। বিভৎস পরিস্থিতির দিকে যাবে দেশ। বাঁচতে চাইলে ইলিশ প্রতীকে ভোট দিন।

তিনি বলেন, নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই ঢাকা। বিশেষ করে এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা আছে। আমার বাবা এ সমস্যার অনেকটা সমাধান করেছেন। তিনি আপনাদের সুখে-দুখে পাশে ছিলেন। কথা দিচ্ছি আমিও আপনাদের পাশে থাকবো। আপনাদের সব সমস্যা সমাধানের চেষ্টা করবো।

ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক সানজিদা খানম এমপি, ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলিল মারুফ, ৫১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী কাজি হাবিবুর রহমান হাবু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমা বেগম খোকন প্রমুখ।

নির্বাচন ককিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০১৫)