চট্টগ্রাম প্রতিনিধি : বন্দর নগরী চট্টগ্রামে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বুধবার সকাল ৬টা থেকে হরতাল শুরুর পর নগরী এবং জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা মোকাবেলায় নগরীর অর্ধশতাধিক পয়েন্টে অতিরিক্ত প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে র‌্যাব। প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। নগরীতে পিকেটিং বা মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি।
এদিকে ,চট্টগ্রামে এসএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রেখেছে জামায়াত।
সোমবার চট্টগ্রাম নগরীতে জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে নগর শাখার আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ২১ জনকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম জেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে এ হরতাল আহ্বান করা হয়।

(ওএস/এইচআর/মে ১৪, ২০১৪)