মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ময়মনসিংহে মুক্তাগাছায় সচেতনতা বৃদ্ধির লক্ষে বয়:সন্ধিকালে কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, পরিস্কার ও পরিচ্ছন্নতা বিষয়ক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মুক্তাগাছা উপজেলার কাঠবওলা এলাকায় নবকলি প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মুক্তাগাছার আয়োজনে স্থানীয় কাঠবওলা বাজার ফাজিল মাদ্রাসার ছাত্রীদের প্রতিযোগিতা অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মো. আনিছুর রহমান, সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন প্রভাষক মো. মিনহাজ উদ্দিন, আ. রাজ্জাক, দীনা লায়লা, মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ফারুক জেংচাম, এইচ পিও মো. বেলায়েত হোসেন, রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার এ বিন্নাকুড়ি ও খুকশিয়া উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

(এমডি/এএস/এপ্রিল ১৬, ২০১৫)