দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মাসিমপুর এলাকার বিসিক শিল্প নগরীর একটি ব্রানের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি।

গুদামের সংশ্লিষ্টরা জানান, দিনাজপুর শহরতলীর মাসিমপুর এলাকায় ওই ব্রানের গুদামে বুধবার ভোর ৫টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে।

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টায় ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু ভোর সাড়ে ৫টা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও এখন পর্যন্তআগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, তারা খবর পেয়ে ভোর সাড়ে ৫টায় ঘটনাস্থলে এসেছেন। বর্তমানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

এদিকে গুদামের মালিক অধ্যাপক আবেদুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমান ভবন বাদেও ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

(এটি/জেএ/মে ১৪, ২০১৪)