স্টাফ রিপোর্টার : সিটি নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচনের সাতদিন পূর্বে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ের জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

শুক্রবার দুপুরে নয়াপল্টনস্থ দলটির কেন্দীয় কার্যালয়ে সিটি নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২৩টি থানা ও ৫৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সঙ্গে দক্ষিণ সিটি নির্বাচনের সমন্বয়ক সভায় তিনি এই দাবির কথা জানান।

তিনি অভিযোগ করে বলেন, ২০ দল সমর্থিত প্রার্থী ও তার সমর্থকদের নির্বাচনী প্রচারণায় পদে পদে বাধা দেয়া হচ্ছে। নির্বাচন কমিশন সকল প্রার্থীদের সমান সুযোগ করে দিতে লেভেল প্লেয়িং ফ্লিড তৈরি করার মতো কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

(ওএস/এএস/এপ্রিল ১৭, ২০১৫)