শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ফোনে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদকে আগামী ২৫ শে বৈশাখ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বার্তা শাহজাদপুরে পৌঁছানোর পর শুক্রবার শুরু হয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ স্থানীয় সাংবাদিকদের জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আসছে ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শাহজাদপুরে জাতীয় পর্যায় রবীন্দ্র জন্মজয়ন্তী পালন উপলক্ষে শাহজাদপুরে এসে তিনি ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুভ উদ্বোধন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাহজাদপুরে আগমন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপনের সিদ্ধান্তের খবর পেয়ে শুক্রবার শাহজাদপুরের আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ডে রবীন্দ্র ভাষ্কার্যের পাশে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহেমদ প্রমুখ। উল্লেখ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শাহজাদপুরে বিশ্বকবির নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছিল।

(এআরপি/এএস/এপ্রিল ১৭, ২০১৫)