ময়মনসিংহ প্রতিনিধি : তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শুক্রবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন।

রওশন এরশাদ বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ভালো ফলাফল বের হয়ে আসবে বলে আশা করছে জাতীয় পার্টি।

বিরোধীদলীয় নেত্রী বলেন, দেশের চিকিৎসা সেবার মান উন্নয়নে হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা আরও বাড়াতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ করতে হবে।

এর আগে রওশন এরশাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. ফসিউর রহমান, হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ অধ্যাপক ডা. আ ন ম ফজলুল হক পাঠানসহ আরও অনেকে।

(এমএমএইচ/এএস/এপ্রিল ১৭, ২০১৫)