কুষ্টিয়া প্রতিনিধি :  জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিচ্ছেন, নিজের দম ফেলার জন্য ও নিজেকে গোছানোর জন্য।

রাজনীতির মাঠে ফেরত আসার জন্য সিটি নির্বাচনকে কৌশল হিসেবে ব্যবহার করছেন। বেগম খালেদা জিয়া গর্তে ঢুকলেও উনি খোলস বদল করেননি। সন্ত্রাসী ও জঙ্গীবাদী রাজনীতি তিনি ছাড়েননি। জনগনের কাছে মাফ চানননি বা অনুতপ্তও হননি। এটা সবচেয়ে বিপজ্জনক যে, আগুন সন্ত্রাসীদের রাজনীতির মাঠে ফেরত আসার জন্য নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া পলিটেকনিক কলেজ অডিটোরিয়ামে এডুকেয়ার আইডিয়াল স্কুলের মেধাবীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য সব ক্ষমতা দিয়েছে সরকার। এর আগে অনেক সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেউ কোন ভোট কারচুপির অযুহাত তুলতে পারেনি। উনি জাতীয় নির্বাচন কেন বর্জন করে আবার এই সিটি নির্বাচন করছেন তার কৈফিয়ত জনগণকে দিতে হবে।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ নেতারা উপস্থিত ছিলেন।

(কেএইচ/পিবি/ এপ্রিল ১৮,২০১৫)