বিনোদন ডেস্ক : ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা। গত শুক্রবার রাতে রাজধানীর গুলশানে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তার ব্যাগের বেশকিছু টাকা ও অলঙ্কার নিয়ে গেছে। এ সময় হাতে ও পায়ে চোট পেয়েছেন তিনি। এ কারণে এখন সব কাজ বাদ দিয়ে ঘরে বিশ্রাম নিতে হচ্ছে তাকে।

তানজিন তিশা বলেন, ‘ওইদিন রাত সাড়ে ৯টায় গুলশান ১ ও ২ নম্বরের মাঝামাছি এ ঘটনা ঘটে। একটি সাদা রঙা এক্স করোলা গাড়ি হঠাৎ আমার হাতের ব্যাগ টান দিয়ে চলে যায়। ব্যাগটা শক্ত করে রাখার চেষ্টা করতে রিকশা থেকে ছিটকে নিচে পড়ে যাই আমি। তবে মোবাইল ফোন দুটি আমার হাতেই ছিলো। এ কারণে ছিনতাইকারীরা মোবাইল নিতে পারেনি। তবে ওগুলো রাস্তায় পড়ে কয়েক টুকরো হয়েছে।’

তানজিন তিশার সঙ্গে সেসময় তার দুই বন্ধু জাহিন খান ও ইমু ছিলেন। তারাই পরে বাসায় পৌঁছে দিয়েছে তানজিনকে। তিনি আরও বলেন, ‘এমন ঘটনার সম্মুখীন কখনও হইনি। আহত হওয়ায় আগামী সাতদিন কোনো কাজই করতে পারবো না। এজন্য বেশ খারাপ লাগছে।’

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০১৫)