নাটোর প্রতিনিধি : সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ১২ হাজার মানুষ নিহত এবং অন্তত ৩৫ হাজার লোক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে। শনিবার নাটোরে ‘গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক’ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এই তথ্য জানানো হয়।

স্থানীয় একটি চায়নিজ রেস্তোরায় জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার বাসুদেব বণিক, এলজিইডি’র রাজশাহী বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী আলী আহমেদ , সংগঠনের জেলা সভাপতি গোলাম মোস্তফা। কর্মশালীয় প্রায় দু’শতাধিক চালক অংশ নেয়।
এর আগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে চিত্র নায়ক ইরিয়াস কাঞ্চনের নেতৃত্বে শহরে একটি র‌্যালী বের করা হয়। কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে বের হওয়া র‌্যালীটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে কানাইখালী এলাকায় সাহারা প্লাজা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

(এমআর/পিবি/ এপ্রিল ১৮,২০১৫)