নিউজ ডেস্ক : গ্রাহকদের সমন্বিত টেলিযোগাযোগ সেবা প্রদানের লক্ষ্যে মাইক্রোসফট মোবাইল ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস (এমএমডিএস) সঙ্গে গ্রামীণফোন লিমিটেডের সম্প্রতি একটি সমঝোতা চুক্তি করেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। এর ফলে একক এবং ব্যবসায়িক গ্রাহকদের জন্য সম্পূর্ণ টেলিযোগাযোগ সেবা প্রদান করা সম্ভব হবে বলেও জানানো হয়।

জানানো হয়, এই সমঝোতা চুক্তির আওতায় গ্রাহকরা সম্পূর্ণ বিজনেস সলিউশন পাবেন, যার মধ্যে রয়েছে- মাইক্রোসফট ডিভাইস, এমএস অফিসসহ অন্যান্য সেবা।

মাইক্রোসফট ডিভাইসগুলোর সাথে ইন্টারনেট অফারসহ গ্রামীণফোনের বার্ষিক সংযোগ সুবিধা প্রদান করা হবে। এই সম্পূর্ণ প্যাকেজ গ্রামীণফোনের রিটেইল নেটওয়ার্ক এবং পরিবেশকদের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া এই সমঝোতা চুক্তির আওতায় গ্রামীণফোন গ্রাহকরা বিশেষ বিক্রয়োত্তর সেবা পাবেন বলেও জানানো হয়।

এই যৌথ উদ্যোগের ফলে মাইক্রোসফট ডিভাইসগুলোর প্রচারণার জন্য বিশেষ দেয়া সম্ভব হবে এবং ইন্টারনেটসহ স্মার্টফোনের ব্যবহারের বৃদ্ধি পাবে যা বাংলাদেশের সবার জন্য ইন্টারনেট পৌঁছে দেওয়ার গ্রামীণফোনের লক্ষ্যকে সহায়তা করবে।

এ সম্পর্কে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে বলেন, এই সহযোগিতাপূর্ণ উদ্যোগটি গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে আমরা গ্রাহকদের জন্য মানসম্পন্ন ইন্টারনেট ব্যবহার উপযোগী ডিভাইস পৌঁছে দিতে পারছি। আমরা অতি সম্প্রতি আমাদের ১০ মেগাহার্টজ থ্রিজি নেটওয়ার্কের আওতায় প্রতিযোগিতামূলক নতুন ডাটা প্যাকেজ নিয়ে এসেছি, যা সাশ্রয়ী ও গতি সম্পন্ন। আর মাইক্রোসফটের এই ডিভাইসগুলো জিপি গ্রাহকদের জন্য এই সব প্যাকেজ আরও সহজে ব্যবহারযোগ্য করে তুলবে।

এমএসডিএস বাংলাদেশ এর কান্ট্রি জেনারেল ম্যানেজার সন্দ্বীপ গুপ্ত বলেন, বাংলাদেশে যেমন করে মোবাইল ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, মাইক্রোসফট একইভাবে বাজারের সেরা মোবাইল উদ্ভাবন প্রতিটি মূল্য পর্যায়ে গ্রাহকদের জন্য নিয়ে আসবে। এই সমঝোতা উভয় প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক কারণ উভয় প্রতিষ্ঠানের ধ্যান ধারণা একই রকম। আর এজন্যই এদেশে মোবাইল ফোন ব্যবহারে প্রবৃদ্ধির উদ্দেশ্য আমরা একে অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছি।

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০১৫)