আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি ক্ষমতায় এসে যায়, সেক্ষেত্রে তার দায় থেকে কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে বাচাঁতে মরিয়া হয়ে পড়েছে দলটি। বুধবার এ সংক্রান্ত বিষয়ে প্রথম মুখ খুললেন কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী ও দশ জনপথ ঘনিষ্ঠ নেতা কমল নাথ ও রাহুল ঘনিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ।

কমল নাথ বলেন, গত দশ বছরে সরকারের কাজের উপর নির্ভর করেই ফলাফল নির্ধারিত হবে। রাহুল তো আর মন্ত্রিসভায় ছিলেন না। তাই তাকে দায়ী করা যায় না।

জয়রাম রমেশ বলেন, বিজেপির মতো ব্যক্তিকেন্দ্রিক প্রচার চালায়নি কংগ্রেস। তাই ভাল-মন্দ যা-ই ফলাফল হোক না কেন তার দায় কারও একার নয়।

এক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার হিসাব মানতে চান না কংগ্রেস নেতৃবৃন্দ।

তবে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতাদের এমন মন্তব্য দল ও সরকারের মধ্যে দূরত্ব শেষদিকে ফের সামনে এনে দিল বলে মনে করছেন অনেক নেতা।

তারা বলছেন, ২০০৪ সালে যখন দল জিতেছিল, তখনতো সব কৃতিত্ব দেওয়া হয়েছিল সেনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে। বলা হয়েছিল আম আদমির জন্য তাদের ভাবনারই জয় এটা। আর এখন যখন খারাপ ফলাফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে । তখন মনমোহন সিংহের সরকারের উপরে দায় চাপানোর চেষ্টা চলছে।

এদিকে কংগ্রেসের অন্য একটি অংশ বলছে এটাই স্বাভাবিক। কারণ, মনমোহন সিং এখন অতীত। দলকে তাকিয়ে থাকতে হবে রাহুলের দিকেই। ফলে তাকে আড়াল করার চেষ্টার মধ্যে কৌশলগত ভুল কিছু নেই।

কংগ্রেস সূত্রে জানা গেছে, ভোটে বিপর্যয় হলে রাহুলের একার উপর দায় এড়াতে শুধু নেতাদের দিয়ে বিবৃতিই নয়, ২০ বা ২১ মে ওয়ার্কিং কমিটির বৈঠকও ডাকা হতে পারে। ওই বৈঠকে সম্মিলিত দায় মেনে নিয়ে ইস্তফা দিতে পারেন দলের সাধারণ সম্পাদকরা। আর ভবিষ্যতের রূপরেখা তৈরির ভার দেয়া হতে পারে সভানেত্রী সেনিয়া গান্ধীকে।

তারপরেও প্রশ্ন উঠে দায় কি এড়াতে পারবেন রাহুল? কেননা এবারের নির্বাচনে তাকে সামনে রেখেই কংগ্রেস এগিয়েছে। ভোটের যাবতীয় ছক সবই হয়েছে তার নেতৃত্বে।

উল্লেখ্য, মঙ্গলবার যাবতীয় বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এগিয়ে রয়েছে। সরকার গঠন করতে যাচ্ছেন তারা এমন আভাস পাওয়া যাচ্ছে এই সমীক্ষায়। আর কংগ্রেসের ভরাডুবি হচ্ছে এমন ইঙ্গিত দেয়া হয়েছে। সমীক্ষায় দেখানো হয়েছে ক্ষমতাসীন দল পেতে পারে মাত্র ৭৩টি আসন। আর বিজেপির ২৪৩টি আসন পাওয়ার সম্ভাবনাই বেশি। কংগ্রেসের এই বিপর্যয়ের জন্য রাহুলই দায়ী হতে পারেন এমনটা আঁচ করতে পেরেই কংগ্রেস নেতৃবৃন্দ রাহুলকে আড়াল করতে জোড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার

(ওএস/এইচআর/মে ১৪, ২০১৪)