জামালপুর প্রতিনিধি : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন।
 

রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর তাপস কান্তি বল।

তাপস কান্তি বল জানান, ৮ রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ আমলে নেয়া হবে কি না সে বিষয়ে মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

যাদের বিরুদ্ধে দাখিল হল অভিযোগ শামসুল হক, এস এম ইউসুফ আলী, আশরাফ হোসেন, শরীফ আহম্মেদ, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারী, মো.হারুন ও মো.আবুল হাশেম।

এদের মধ্যে জামায়াতে ইসলামীর নেতা শামসুল ও ইউসুফ আছেন কারাগারে। বাকিরা পলাতক।

(ওএস/পিবি/ এপ্রিল ১৯,২০১৫)