তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  শনিবার গভীর রাতে তাড়াশ উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পল্লী বিদ্যুতের ৩০টি খুঁটি হেলে ও ভেঙ্গে পরায় এরিপোর্ট লেখা পর্যন্ত সমস্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার মধ্যরাতে হঠাৎ করে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে প্রচন্ত বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়িঘর, গাছপালা, উঠতি পাকা মিনিকেট ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাড়াশ উপজেলাতেই অন্তত ৫শতাধিক কাচা পাকা ঘরবাড়ি, ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও সহস্রধীক গাছপালা ভেঙ্গে ও উপরে পরে বাড়িঘরের বেশী ক্ষতি করেছে। পল্লী বিদ্যুতের ৩০টি খুটি হেলে যাওয়ায় শনিবার মধ্য রাত থেকেই বিদ্যুৎ সরবরাহ সম্পর্ন্ন বন্ধ রয়েছে। পাকা মিনিকেট ধান ব্যাপক শিলাপাতে অন্তত ২৫ভাগ ধান শিষ থেকে ঝড়ে পরেছে। উপজেলার দেশীগ্রাম, তালম, মাধাইনগর, বারুহাস, সগুনা মাগুড়াবিনোদ, তাড়াশ সদর ইউনিয়নে অধিকাংশ জমির মিনিকেট ও ২৯জাতের ধান মাটির সাথে নুয়ে পরেছে। তাছাড়া নাবিজাতের অন্যান্য ধানেও ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষক দিশেহারা হয়ে পরেছে। উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্থ এলাকার ক্ষেত খামার পরিদর্শন করেছেন বলে জানান।

(এমএইচ/পিবি/ এপ্রিল ১৯,২০১৫)