স্পোর্টস ডেস্ক, ঢাকা : ৩০ ওভারের পঞ্চম বল তখন হয়ে গেছে। ২০ ওভার ১ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৫৭ রান। তখনই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কি যেন হল! ১৫ মিনিটের জন্য বন্ধ হয়ে গেল খেলা।

আসলে একটা ফ্লাড লাইটের কয়েকটা বাল্ব নিভে গিয়েছিলো। তাই আলোকসল্পতায় থেমে যায় খেলা। আম্পায়াররা তখনই ড্রিংক্স কল করেন। কিন্তু সেটাই আর কতক্ষণ!

মিনিট দশেক পড়ে তাই অনেকটা বাধ্য হয়েই ড্রেসিং রুমে ফিরে যান দু’দলের ক্রিকেটাররা। তবে, এর পাঁচ মিনিট বাদেই জ্বলে ওঠে নিভে যাওয়া বাল্ব। আবারও শুরু হয় খেলা।

(ওএস/পি/এপ্রিল ১৯, ২০১৫)