বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দোতলা আবাসিক হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন তাছলিমা আক্তার(১৬) নামে এক কিশোরী। রবিবার দিবাগত রাত পৌনে ১০টায় কৃষিব্যাংক রোড়ে এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে অজ্ঞান অবস্থায় তাকে স্থানীয় রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। সোমবার সকাল ৬টায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছেন। তাছলিমার একটি হাত ও একটি পা ভেঙে গেছে।

কিশোরী তাছলিমা মোরেলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল হালিম জমাদ্দারের বাসার কাজের মেয়ে। সে কী কারণে আবাসিক হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়েছে এ বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। কারো লাম্পট্যের শিকার হয়ে সম্ভ্রম বাঁচাতে ওই কিশোরী দোতলা ভবনের ছাদ থেকে রাস্তায় লাফিয়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তাছলিমা আক্তার বিশারীঘাটা গ্রামের মৃত শাজাহান শেখের মেয়ে বলে জানা গেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কাজের মেয়ে লাফিয়ে পড়ে জখম হয়েছে এমন খবর শুনে রাতে একাধিকবার রাইসা ক্লিনিকে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছি।

পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টির খোজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

(ওএস/পিবি/ এপ্রিল ২০,২০১৫)