তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  তাড়াশে কালবৈশাখী ঝড়ে পরে যাওয়া গাছ কাটতে গিয়ে গাছে নীচে পরে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে তাড়াশ উপজেলার পশ্চিম সোলাপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, উপজেলার পশ্চিম শোলাপাড়া গ্রামের কার্তিক চন্দ্রের বাড়ির কিছু ইউক্যালিপটাস গাছ গত রোববার গভীর রাতে কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে যায়। গাছের মালিক ঝড়ে পরা গাছের ডালপালা অপসারন ও গাছ কাটা শুরু করে। রবিবার বিকেলে গাছ কাটা শুরু করলে লোকজনকে রাস্তা থেকে সরে যেতে বলে। যে দিকে গাছ পরার কথা সেদিকে না পরে অন্য গাছের সাথে ডিগবাজি খেয়ে গাছটি ভ্যানচালক তারাপদ দাসের ছেলে পলান দাসের (৩৫) উপর পরে। প্রত্যক্ষদর্শীরা জানান, পলান গাছের নীচ থেকে লোকজনকে সরিয়ে দিতে গিয়ে নিজেই গাছের তলে পরে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে প্রেরণ করে। কিন্তু পথের মধ্যে পলান মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(এমএইচ/পিবি/ এপ্রিল ২০,২০১৫)