চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁও থানার কাজীরহাট এলাকায় টেম্পুর ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সন্তোষ দে (৪৫)। বাড়ি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদ্যা গ্রামে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, সন্তোষকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ওএস/এএস/এপ্রিল ২০, ২০১৫)