স্টাফ রির্পোটার : গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর পক্ষে এই রিট আবেদন করা হয়।

স্টাফ রির্পোটার : গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর পক্ষে এই রিট আবেদন করা হয়।
আগামী রোববার এর ওপর শুনানি হতে পারে। আবেদনকারীদের কৌঁসুলি মনজিল মোরসেদ বলেন, রিট আবেদনটি বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন।

(ওএস/এএস/মে ১৪, ২০১৪)