ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের জাঙ্গালিয়া নদীর পাড় থেকে নিখোঁজের চারদিন পর এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি যৌতুকের দাবীতে তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। ওই গৃহবধূর নাম রুমানা আক্তার (২০)। সে রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মোতালেব হাওলাদারের মেয়ে।

পুলিশ জানায়, সোমবার সকালে জাঙ্গালিয়া নদীর পাড়ে একটি ঝোপের ভেতর রুমানার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ঝালকাঠি মর্গে পাঠায়।
নিহতের ভাই সরোয়ার জানায়, গত শুক্রবার শ্বশুর বাড়ির লোকজন রুমানার নিখোঁজের সংবাদ জানায়। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন সময়ে যৌতুকের দাবীতে রুমানাকে নির্যাতন করা হতো। আর যৌতুকের জন্যই তাকে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে দাবি তার পরিবারের। এ ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

(ডিএস/পিবি/ এপ্রিল ২০,২০১৫)