লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর অভিযান চালিয়ে ২’শ কেজি জাটকাসহ কাভার ভ্যান জব্দ করেছে মৎস্য কর্মকর্তা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন খাসেরহাটা এলাকার শহর আলী মোড় নামকস্থানে ফাড়িঁ পুলিশের সহযোগিতায় জাটকাসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এঘটনা সাথে জড়িত থাকার অভিযোগে গাড়ী চালক নাসির উদ্দিন (২৫)কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এক বছরের কারাদন্ড দিয়েছেন নির্বাহী মেজিস্ট্রট ও সহকারী (ভূমি) শরিফুল ইসলাম। নাসির রামগঞ্জ উপজেলার উত্তর চন্ডিপুর ইউনিয়নের মৃত আবদুল মান্নান পাটোয়ারী ছেলে। পরে জাটকা ইলিশগুলো স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। গাড়ীগুলো হাজিমারা ফাড়ি থানায় জব্দ করে রাখা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাটকা নিধন প্রতিরোধে মেঘনা নদীসহ বিভিন্ন সড়কে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত- জাটকা নিধন প্রতিরোধে মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষেধ। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞার আওতায়। এ আদেশ অমান্য করে রায়পুরের মেঘনা উপকূলীয় কিছু সংখ্যক দাদন ব্যবসায়ী ও আড়ৎদারের চাপের মুখে কিছু জেলেরা নদীতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে আসছে।

(এমআরএস/পিবি/ এপ্রিল ২০,২০১৫)