স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে টানা দুই ম্যাচ হারিয়ে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। বাংলাদেশ ক্রিকেট দলকে এক টুইটার বার্তায় শুভেচ্ছাও জানান তিনি।

টুইটে মার্কিন রাষ্ট্রদূত লেখেন, ‘পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।’

বার্তার সঙ্গে ছবিও পোস্ট করেছেন তিনি। বাংলাদেশ দলের জার্সি ও হাতে রয়েল বেঙ্গল টাইগার হাতে বার্নিকাট বলেন, ‘গো বিসিবি টাইগারস।’

এসময় তার পেছনে শোভা পাচ্ছিল বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

(ওএস/এএস/এপ্রিল ২০, ২০১৫)