স্টাফ রিপোর্টার : ভারতে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি বিষয়ে একটি চুক্তি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ চুক্তিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এবং ভারতের ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএসএল) প্রতি মেগাবিটস পার সেকেন্ড (এমবিপিএস) ব্যান্ডউইথ ১০ ডলারে (৭৮০ টাকা) রপ্তানির প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

প্রাথমিকভাবে ভারত ১০ গিগাবিটস পার সেকেন্ড (জিবিপিএস) ব্যান্ডউইথ নেবে। ফলে প্রতিবছর ৯ কোটি ৪২ লাখ টাকা পাবে বাংলাদেশ। এ টাকার চার ভাগের এক ভাগ দিয়ে বিএসসিসিএল কর্মকর্তাদের বেতন দেওয়া যাবে।

তবে বিভিন্ন কোম্পানির চাহিদার পরিপ্রেক্ষিতে ভারত ভবিষ্যতে ৪০ জিবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ নিতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রথম দফার তিন বছরের চুক্তি অনুযায়ী কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দিয়ে ভারতের আগড়তলায় চুক্তিতে আখাউড়া বিএসএসএল পৌঁছানো হবে। পরে আরও দুটি সংযোগ হবে। এর মাধ্যমে দেশটির পূর্ব দিকের সাতটি রাজ্য বাংলাদেশের ব্যান্ডউইথের মাধ্যমে ইন্টারনেট সেবা দেবে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, আমাদের রয়েছে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ রয়েছে। এর মধ্য থেকে আমরা মাত্র ৩০ জিবিপিএস ব্যবহার করছি। বাকি ১৭০ জিবিপিএস এর মধ্য থেকে মাত্র ১০ জিবিপিএস ভারতে রপ্তানি করা হবে।

১০ জিবিপিএস নিয়ে এখন শুরু হলেও ২০১৬ সালে বিএসসিসিএল দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ পেলে এরপর অল্প সময়ের মধ্যে ভারতের এ দিককার রাজ্যগুলোর জন্য ব্যান্ডউইথ রপ্তানি একশ জিবিপিএস ছাড়িয়ে যেতে পারে বলে জানা গেছে।

(ওএস/এএস/এপ্রিল ২০, ২০১৫)