নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় নেশাখোর ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে মাদকাসক্ত ছেলে  মমিনুল ইসলাম শিশিরকে (২৬) পুলিশে দিয়েছে এক মা। সোমবার বিকেলে নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে এই ঘটনা ঘটে। পরে আটক মমিনুলকে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান দুই বছরের সাজা প্রদান করেন।

পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, মাধনগর গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মমিনুল ইসলাম শিশির (২৬) মাদকাসক্ত হয়ে প্রায় দিনই মা, ভাই, বোনসহ পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণসহ শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে মা মাফুলাকে হত্যারও চেষ্টা করে মমিনুল। এমনকি মাদকাসক্ত হয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। ছেলের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা মাফুলা বেওয়া বাদি হয়ে গত সোমবার সকালে ছেলের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ মমিনুলকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান গাঁজা সেবন ও বহনের দায়ে মোমিনুল ইসলামকে দুই বছরের সাজা প্রদান করেন।

নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাজাপ্রাপ্ত মমিনুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এমআর/এএস/এপ্রিল ২০, ২০১৫)