তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশে প্রধান মন্ত্রীর কার্যালয়ের আর্থিক অনুদানের দ্বিতীয় কিস্তির ৪ লাখ টাকার আনন্দ বৌদ্ধবিহার নির্মান কাজ এগিয়ে চলছে।

সোমবার উক্ত নির্মান কাজ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ, গাজী ম. ম.আমজাদ হোসেন মিলন এমপি। আদিবাসি অধ্যুষিত দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামে আনন্দ বৌদ্ধবিহার মন্দিরের নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং মন্দিরের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দ্র মোহন কর্মকারের সাথে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, রায়গঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ফেরদৌস আলম তালেব, সোনাখাড়া ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন ছানা, ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল ইসলাম সরকার নুরু, তাড়াশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সনাতন দাশ, আনন্দ বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দ্র মোহন কর্মকার, আদিবাসী নেতা বীরেন্দ্র নাথ উরাঁও, শীলব্রত ভিক্ষু ও দিপানন্দ ভিক্ষু প্রমুখ। উল্লেখ্য প্রধান মন্ত্রীর কার্যালয়ের আর্থিক অনুদানে প্রথম কিস্তিতে ৫ লাখ টাকা এবং পরবর্তীতে আরও ৪লাখ টাকার অনুদানে সিরাজগঞ্জ জেলার মধ্যে এই প্রথম আনন্দ বৌদ্ধবিহার নির্মান কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে থাইল্যান্ড রাষ্ট্রের ব্যাংক কর্মকর্তা পনিডা কুংচাক ব্যক্তিগত ভাবে উক্ত তাড়াশের আনন্দ বৌদ্ধবিহার মন্দিরে ৪টি বৌদ্ধমুর্তি প্রদান করেছেন।

(এমএইচ/পিবি/ এপ্রিল ২১,২০১৫)