তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন এমপি বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না। যে জাতি যত বেশী শিক্ষিত সেই জাতি তত বেশী উন্নত।

শিক্ষকের পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রতি পিতামাতার গুরুত্ব অপরিসীম। আপনার ছেলেমেয়ে ঠিকমত স্কুলে আসে কিনা তা পিতামাতার খোঁজ খবর নেওয়া উচিত। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রছাত্রী ঝড়ে পরা রোধ করতে হবে। আদর যত্ন দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাতে হবে। যাতে তারা শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঠিকমত স্কুলে আসে এবং পড়াশোনা করতে পারে। সোমবার বিকেলে কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিশাল মা সমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। ‘শিক্ষিত মা এক সুরভীত ফুল, প্রতিটি ঘন হবে এক একটি স্কুল’ এই প্রতিপ্রাদ্য বিষয় নিয়ে তাড়াশ উপজেলার কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ এসএমসির সভাপতি আলহাজ, আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নজরুল হাসান, বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, নাইমা আক্তার, নাজমুল হাসান চন্দন, সানজিদা এডিব, পারভেজ মানিক। প্রধান অতিথি আরও বলেন, সকল শিক্ষককে যথা সময়ে এবং নিয়মিত স্কুলে আসতে হবে। কোন ক্রমেই স্কুল ফাঁকি দেওয়া যাবেনা। ঝড়ে পরা বন্ধ করতে হবে। বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে প্রতিটি স্কুলে কম্পিউটার, ল্যাপটপ দিচ্ছেন। পর্যায়ক্রমে সকল স্কুলেই তা প্রদান করা হবে। কম্পিউটার ব্যবহার করে যাতে প্রথম থেকেই ছাত্র ছাত্রীরা তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা জাহান, মোজ্জামেল হক, ইউপি সদস্য আলতাব হোসেন, চাদ আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী মোঃ আনোয়ার হোসেন। পরে স্কুলের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।
(এমএইচ/পিবি/ এপ্রিল ১২,২০১৫)