গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর সোমবার প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ আব্দুল মতিন মাস্টারকে সভাপতি ও মোঃ লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মোঃ তফাজ্জল হোসেন, আব্দুল মান্নান, সহ সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক আব্দুল হেলিম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম রুবেল, কৃষি বিষয়ক সম্পাদক আরিফ আহাম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, প্রচার-সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম জব্বার খান পাঠান, নির্বাহী সদস্য আজম জহিরুল ইসলাম, মোঃ সোহেল মিয়া, আব্দুস সালাম, মোঃ আলী হোসেন, মোঃ রুমালি মিয়া, মোঃ আবুল হাসেম, মোঃ মাসুদ রানা, মোঃ সুলতান মিয়া, আবুবকর সিদ্দিক, নফিসা খানম পান্না, মমতাজ বেগম, নমিতা সরকার, বিপ্লব কান্তি রায় প্রমুখ।
আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আবুল হাসেম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিপিবি’র উপজেলার শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী প্রমুখ। সম্মেলনত্তোর একটি বিক্ষোভ মিছিল শেষে ১১দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেন।
(এসআইএম/পিবি/ এপ্রিল ২১,২০১৫)