মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বালিগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে (৩৫) ২ বছর ধরে ধর্ষণ করেছে ঐ ইউনিয়নের ইউপি সদস্য ইউনুস হাওলাদার। এছাড়াও বিভিন্ন সময় ঐ প্রবাসীর স্ত্রীর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা নিয়েছে বলে ভুক্তভূগি ঐ গৃহবধূ অভিযোগ করেছে।

মঙ্গলবার সকালে ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, স্বামী আতিয়ার তালুকদার ৮ বছর আগে বিদেশে যায়। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলো মেম্বার ইউনুস হাওলাদার। এক পর্যায়ে গত দুই বছর আগে তাকে ঘরের মধ্যে একা পেয়ে জোড় করে ধর্ষণ করে। পরে ঐ গৃহবধূ তাকে বিয়ের জন্য চাঁপ দেয়। এসময় ঐ ইউপি সদস্য গৃহবধূকে ৩ লাখ টাকা দিতে পারলে বিয়ে করবে বলে প্রলোভন দেখায়। এতে গৃহবধূ বিয়ের আশায় মেম্বরকে ৩ লাখ টাকা দেয়। টাকা পেয়ে মেম্বার একই গ্রামে একটি বাসা ভাড়া করে গৃহবধূকে একটানা আটমাস ধরে ধর্ষণ করে। দীর্ঘদিন পার হলেও বিয়ে না করায় এক পর্যায় গৃহবধূ বিষয়টি সকলকে জানিয়ে দেয়।
এই ঘটনাটি জানাজানি হলে সম্প্রতি মেম্বার ইউনুসের প্রথম স্ত্রী থানায় অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মেম্বার ও ঐ গৃহবধূকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে সমাধানের কথা বলে এলাকার ইউপি চেয়ারম্যান নিজের জিম্মায় তাদের ছাড়িয়ে আনে। তবে এখনও কোন সমাধান না করায় ক্ষোভ প্রকাশ করেছে ভূক্তভোগী ঐ গৃহবধূ।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন, আমরা উদ্ধার করে এনেছি ঠিকই। কিন্তু মামলা না দেয়ায় তাদের চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মতিন মোল্লা বলেন, বিষয়টি নিয়ে একবার সমাধানে বসেছিলাম কিন্তু কোন সমাধান হয়নি। তাই শীঘ্রই সমাধানের জন্য আবার বসা হবে।’

(এএ/পিবি/ এপ্রিল ২১,২০১৫)