বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ফকিরহাটে মাইক্রোবাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিঠু গোলদার (৪২) নামে মটরসাইকেল নিহত ও অপর আরোহী কবির হোসেন (৫৫)গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার সকালে বাগেরহাট মাওয়া-ঢাকা মহাসড়কের ফকিরহাটের সাধুর বটতলা এলাকায় এঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক মিঠূ গোলদার খুলনা জেলার রুপসা উপজেলার জুগিহাটি এলাকার মোশারফ গোলদারের ছেলে। দুর্ঘটনায় আহত কবির হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে ফকিরহাটের সাধুর বটতলা এলাকায় মটরসাইকেলের সাথে মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়ে চালক মিঠু গোলদার নিহত ও মোটর সাইকেলের অপর আরোহী কবির হোসেন গুরুতর আহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
(একে/পিবি/ এপ্রিল ২১,২০১৫)