নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার সকাল ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুরে অজ্ঞাত ব্যক্তির (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা (নাগইল) গ্রামের একটি বটগাছে ঝুলন্ত এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে থানার এসআই রইচ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশের পরনে লুঙ্গি মালকোছা মারা এবং গলায় কারো ডোরে তাবিজ ঝুলানো ছিল। লাশটি বটগাছের ডালে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল বলে পুলিশ জানায়।
(বিএম/পিবি/ এপ্রিল ২১,২০১৫)