সিরাজগঞ্জ প্রতিনিধি : উল্লাপাড়ার স্কুল ছাত্র সাকিব হত্যার বিচার ও আসামীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার উপজেলার মোহনপুর কে. এম ইন্সষ্টিটিউটের শিক্ষাথী, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও গ্রামের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

প্রথমে বিদ্যালয় চত্ত্বরে প্রথমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহাদত হোসেন, জমসের আলী, নিহত সাকিবের বাবা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক আব্দুল আলীম, আব্দুল হালিম প্রমুখ।

পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল লাহিড়ী মোহনপুর বাজার প্রদক্ষিন করার পর মোহনপুর-তালগাছী সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। ত্রিশ মিনিট স্থায়ী মানব বন্ধনে শিক্ষার্থী শিক্ষকদের পাশাপাশি শত শত গ্রামবাসী স্বতষ্ফুর্থ ভাবে অংশ গ্রহন করে।

উল্লেখ্য কে.এম ইন্সষ্টিটিউটের নবম শ্রেণির ছাত্র সাকিবকে গত ১৫ এপ্রিল বন্ধুদের মাধ্যমে অপহৃত হয়। এর পর তার মুক্তিপণ হিসাবে ১৫ লাখ টাকা দাবি করা হয়। এর পর পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বন্ধু রবিন, ইমরান ও অপর আত্মীয় আরমানকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তনুযায়ী গত ১৭ এপ্রিল শুক্রবার ভোর রাতে গাজীপুর জেলার সাফারী পার্ক থেকে সাকিবের লাশ উদ্ধার করে। পরবর্তিতে এই তিনজন অপহরণ ও হত্যার ঘটনা স্বীকার করে গত ১৮ এপ্রিল শনিবার সিরাজগঞ্জ সিনিয়ার জুডিশিয়াল আদালতের বিচারক সুপ্রিয়া রহমান কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

(এসএস/এএস/এপ্রিল ২১, ২০১৫)