আমার টবের গাছটিতে ফুটেছে একটি ফুল



আমার টবের গাছটিতে ফুটেছে একটি ফুল ,
ঝরে যাবার ভয়ে সারাক্ষণ উৎকণ্ঠায় থাকি ;
হৃদয়ে এক চিরন্তন বেদনা জ্বলে ওঠে-
প্রতিক্ষণ মুখোমুখি আমার,ফুলটি করুণায় নতমুখি !


গাছের ভাষা বুঝিনা আমি ; তবু অন্ধকারে
সুগভীর এক স্বপ্নের ভেতরে
যুগ যুগ অগ্রসর হয়ে যেতে থাকি;
মদের বুদ্বুদের মতো মৃদু শব্দে সমাচ্ছন্ন
কুয়াশায় ,যুগ যুগ অগ্রসর হয়ে যেতে থাকি...

স্বপ্ন ঝলমল করে

আহত পাখির চোখে স্বপ্ন ঝলমল করে;
দেখিনা তো কোনোই ফুল ,বসন্ত গাছে,

ইচ্ছে হয়, – বড়ো ইচ্ছে জাগে -
ডুব দিয়ে দেখে আসি অতল গভীরে
তোমার ,ফুটেছে কী না কোনো ফুল, কোনো বসন্ত ?

ফুটেছে কী না কোনো স্বপ্ন, নতুন অনুরাগ !

ইচ্ছায় থেকে থেকে আমি তো আজ
সমুদ্রফেনার মতো অভিলাষী ,উন্মুখ আকাশে
বিকেলের রোদ সেও চলে গেছে
ঘুড়ির মতো নেমে আসে চরাচরে ক্লান্ত পাখির ডানা,
ইচ্ছের ঝরণায় আমি সারাদিন ভিজি,শুকাই, বাতাসে
উড়িয়ে দেই হাসির মতো কান্নার বেহাগ...
সাধ হয়, বড়ো সাধ জাগে -তোমার কোলে মাথা রেখে শিশুর মতো
সারাদিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি,
ডুব দিয়ে দেখে আসি অতল গভীরে
তোমার, ফুটেছে কী না কোনো ফুল, কোনো বসন্ত ?

আমি এক নির্দয় ছুরিকে ভালোবেসেছি


আমি এক নির্দয় ছুরিকে ভালোবেসেছি ।খুন হবো জেনেও -
সহাস্যে চুম্বন করেছি আগুনের মরুভূমি । সব কিছু মেনেও
আমি কেবল তার টেবিলের আপেল হয়ে পড়ে থাকি !

প্রতিদিন নৈশভোজে নির্দয় ছুরি,শত খণ্ড করে আমাকে !
একটু একটু করে দাঁতের সাহায্যে ঠোঁট থেকে
তুলে নেয় মুখে , আমি মুগ্ধ হয়ে দেখি,অবয়বহীন
এক পাখি তার স্বচ্ছ ডানা মেলে উড়ে যাচ্ছে....
ক্রমশ আকাশের হৃদয়ে; ছুরিটি আমি গোপনে বুকে গেঁথে রাখি !

পাহাড় ঘুমিয়ে আছে

পাহাড় ঘুমিয়ে আছে
নিদ্রার মাঝেও বুক থেকে তার ঝরে পড়ছে পাথর !
ও পাহাড় ,ও পাথর,তুমি শুধু একবার গলে গলে
ঝর্ণা হয়ে ঝরো,
মিশে যাও সমুদ্রের প্রলম্বিত গভীরে, যেখানে
জল জমে জমে বিম্বিত হয়ে আছে আকাশ!
@

(এএসবি/এসসি/এপ্রিল২২,২০১৫)