বিনোদন ডেস্ক : চলতি বছরেই গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে মডেল হিসেবে অভিনয় করে বেশ আলোচনায় চলে এসেছিলেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।

বছর জুড়ে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এই বিজ্ঞাপনে কাজ করেও বেশ আলোচনায় ছিলেন তিনি। তবে বছর শেষ হতে না হতেই একই সেলফোন কোম্পানির নতুন আরেকটি অফার নিয়ে আসা বিজ্ঞাপনের মডেল হয়ে আবারও কাজ করছেন মিম। এবারও বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে কাজ করছেন তিনি।

মিমকে নিয়ে গ্রামীণফোনের এবারের বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। গতকাল মঙ্গলবার রাত থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার, তিন রাত শুটিং শেষ করে ২৮ নভেম্বর মিম রাজধানীতে ফিরবেন। শুটিংয়ে অংশ নিতে গতকাল বিকালে মিম শ্রীমঙ্গলে পৌঁছেছেন।

নতুন বিজ্ঞাপনটি নিয়ে মিম বলেন, ‘একই কোম্পানির আগের বিজ্ঞাপনের কনসেপ্ট ভালোলাগায় কাজটি করেছিলাম। অনেক ভালো হয়েছিল কাজটি। নতুন বিজ্ঞাপনের কনসেপ্টও অনেক ভালো। দুই বোনের গল্প। একজন মডার্ন অন্যজন একেবারেই সহজ সরল। শুধু এটুকুই বললাম। বাকিটুকু না হয় দর্শক প্রচারের সময় দেখবেন, জানবেন। আমি অনেক আন্তরিকতা নিয়ে আমার চরিত্রের দুটো রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করব।

মিমের নতুন বিজ্ঞাপনটি খুব শিগগির প্রচারে আসবে বলে জানান মিম।

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০১৫)