শেরপুর প্রতিনিধি : চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শেরপুরের চিকিৎসকরা ১৪ মে বুধবার দুপুরে কর্মবিরতি, মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ করেছেন। দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী কর্মবিরতি চলার সময় শেরপুর সদর হাসপাতাল চত্বরে চিকিৎসকরা মানববন্ধন করেন।

মানববন্ধনে সিভিল সার্জন নারায়ন চন্দ্র দে, বিএমএ জেলা সভাপতি ও স্বাচিপ নেতা ডা. আব্দুল বারেক তোতাসহ জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা ছাড়াও প্রাইভেট প্র্যাকটিশনার চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
তবে চিকিৎসকদের কর্মসূচী চলাকালে জেলা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু ছিল। শুধুমাত্র বহির্বিভাগের রোগী দেখা বন্ধ ছিল।
(এইচবি/এএস/মে ১৪, ২০১৪)