স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এগুলো হতে দেয়া যাবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন হাসানুল হক ইনু। সরকারের বিভিন্ন খাতের উন্নয়ন নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী


তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিপ্লব সাধন করেছে। যা খালেদা জিয়ার আমলে ছিল না। বিদ্যুৎ খাত থেকে শুরু করে কৃষি, বিদেশে শ্রমিক প্রেরণ, রেমিটেন্স, গার্মেন্টেস খাতসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
(ওএস/পিবি/ এপ্রিল ২৩,২০১৫)