স্পোর্টস ডেস্ক : অঙ্কিত কেশরীর দুর্ঘটনার পর রাহুল ঘোষের চোট। খেলা চলাকালীন মাঠে এমন দুর্ঘটনা কীভাবে এড়ানো যায় তা নিয়ে তৎপর সি এ বি। উদ্যোগী খোদ সচিব সৌরভ গাঙ্গুলি।

শহরের ঘেরা মাঠগুলোতে সি এ বি-র মেডিকেল ইউনিট শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তিনি। যেসব খোলা মাঠে স্থানীয় ক্রিকেটের ম্যাচ হয়ে থাকে, তার আশপাশের ঘেরা মাঠগুলোতে এই ব্যবস্থা জোরদার করার ওপর জোর দিয়েছেন। যাতে কোনও খেলোয়াড় চোট পেলে দ্রুত চিকিৎসার ব্যবস্হা করা যায়।

মাঠে খেলোয়াড়ের চোট পাওয়ার বিষয়টি নিয়ে সৌরভ যে যথেষ্ট উদ্বিগ্ন, তাঁর এদিনের প্রস্তাবেই সেটা পরিষ্কার হয়ে গেল।

(ওএস/এএস/এপ্রিল ২৩, ২০১৫)