স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। মাশরাফির দলের পরবর্তী লক্ষ্য টি-টোয়েন্টি জয়। একমাত্র টি২০ ম্যাচের জন্য বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ওয়ানডে সিরিজ খেলা ডানহাতি পেসার রুবেল হোসেনকে টি২০ তে বিশ্রাম দেওয়া হয়েছে।

সফরকারী পাকিস্তানের বিপক্ষে আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টি২০ ম্যাচটি খেলবে বাংলাদেশ। শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও ডানহাতি ওপেনার লিটন কুমার দাশ প্রথমবারের মতো বাংলাদেশ টি২০ স্কোয়াডে জায়গা করে পেয়েছেন। তবে রুবেলের সাথে ওয়ানডে সিরিজ খেলা বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুলেরও নাম নেই সংক্ষিপ্ত ফরম্যাটের এ দলে।

বাংলাদেশের টি২০ একাদশ :
তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।


(ওএস/এএস/এপ্রিল ২৩, ২০১৫)