বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পৌনে ৬ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলায় ৬-১১ মাস বয়সি শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

২ হাজার ৯২৭ কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়াতে সরকারি-বেসরকারি ভাবে কাজ করবে ৮ হাজার ৭৮১ জন। আগামী ২৫ এপ্রিল বগুড়া পৌরসভার কার্যালয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে।

বৃহস্পতিবার জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন জেলা পর্যায়ের অবহিতকরন সভায় ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ আফজাল হোসেন তরফদার। এসময় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, ডেপুটি সিভিল সার্জন আবুল কালাম, মেডিকেল অফিসার ডাঃ মোস্তাক আহম্মেদ। ভিটামিন এ ক্যাম্পেইন এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ।

বক্তারা বলেন, বগুড়ায় ৬-১১ মাস বয়সি ৬৩ হাজার ১শ ৬৪ জন শিশুদের নীল রঙের ভিটামিন এ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৫লাখ ১৯ হাজার ৩২৭ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে ৫ লাখ ৮২ হাজার ৫৫১ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় সর্বমোট ২ হাজার ২৭টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। ভিটামিন এ ক্যাপসুলের মান উন্নত এবং পরীক্ষিত এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি হবে না। এ কারণে কোন অপপ্রচার চালানোর সুযোগ নেই।

(এএসবি/এএস/এপ্রিল ২৩, ২০১৫)